সুনামগঞ্জে শতাধিক শিক্ষার্থী নিয়ে ট্রলার ডুবি
সুনামগঞ্জে সুরমা নদীতে শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৯টায় শহরতলির হালুয়ারঘাট থেকে বালুরমাঠ ঘাটে আসার পথে নবীনগর এলাকায় তীরে ভেড়ানোর সময় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি তীরের কাছাকাছি এসে ডোবায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ডুবে ৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
ট্রলারে থাকা এ যাত্রী জানান, বালুরমাঠ ঘাটে আসার পথে নবীনগর এলাকায় আসার পরপরই ট্রলারটিতে পানি ওঠতে থাকে। এ সময় ট্রলারটি দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করা হয়। কিন্ত পানি ওঠার কারণে এবং অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি তীরে ভেড়ানোর আগেই ডুবে যায়। তবে ট্রলারে থাকা কয়েকজন শিক্ষার্থীরা সাঁতারে তীরে উঠতে সক্ষম হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ৩জন শিক্ষার্থী আহত হয়েছিল। তাদের চিকিৎসা শেষে নিজ কেন্দ্রে পৌঁছানো হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।