মানসম্মত শিক্ষাই এখন বড় চ্যালেঞ্জ


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ।

মঙ্গলবার রাজধানীর ইডেন মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা।
 
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক নম্বর সমস্যা ছিল দুর্বিষহ সেশন জট। তা নিরসনে বিশ্ববিদ্যালয় থেকে ক্রাশ প্রোগ্রাম নেয়া হয়েছে। সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ভর্তি কার্যক্রম এগিয়ে এনে ৫ মাসের মত সময় সাশ্রয় করা হয়েছে।

তিনি বলেন, আজ থেকে ১ম বর্ষ সম্মানে ভর্তিকৃতদের ক্লাস শুরু হচ্ছে। অথচ এখনো কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতই হয়নি। আগামী বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আরো এগিয়ে আনা হবে। ২০১৮ সালের মধ্যভাগ থেকে পুরাতন শিক্ষার্থীদের জন্যও আর কোনো সেশন জট থাকবে না।

অধ্যাপক হারুন বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস-পরীক্ষা হতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও লাইব্রেরি-ল্যাবমুখী হতে হবে। শিক্ষাকার্যক্রম তদারকির জন্য নিবিড় মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হবে। মানসম্মত শিক্ষা ছাড়া বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা ও প্রতিষ্ঠা লাভ কিছুই সম্ভব নয়, এটি শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে।

এরপর উপাচার্য সমাজবিজ্ঞান, ইসলামি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি ও হিসাববিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে উপাচার্য সারা দেশের কলেজসমূহে ১ম বর্ষ সম্মানে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের শিক্ষা জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা, উপাধ্যক্ষ প্রফেসর গায়েত্রী চ্যাটার্জী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামালসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।