খুনের মামলায় পলাতক ভারতের অলিম্পিকজয়ী কুস্তিগির
খুনের দায় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভারতের দুইবারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। আরেক কুস্তিগির সাগর ধনখড় খুনের মামলায় তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লি পুলিশ।
ঘটনায় জড়িত আরও ৬ জনের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করা হয়েছে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে। ফলে সুশীল গ্রেফতার হলে জামিন পাবেন না। এর আগে তার বিরুদ্ধে লুক-আউট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মডেল টাউন এলাকায় ফ্লাট খালি করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ছত্রসাল স্টেডিয়ামে কুস্তিগীরদের দুটি দলের মধ্যে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। যার মধ্যে পড়ে মারা যান ২৩ বছর বয়সী কুস্তিগির সাগর। তিনি দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির ওই ঘটনায় মুখ্য ভূমিকা পালন করেছেন সুশীল। সাগরের মৃত্যুর খবর জানার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই ক্রীড়াবিদকে নিয়ে তাই পুলিশের সন্দেহ আর ঘণীভূত হয়েছে।
এদিকে সাগরের বাবা জানিয়েছেন, সুশীলকে নিজের গুরু বলে মানতো তার ছেলে। তার মতোই বড় কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখতো সে। সেই সাগরের খুনে ‘গুরু’ সুশীলের নাম জড়িয়ে যাবে, এটা মানতে পারছে না তার পরিবার।
এমএমআর/জিকেএস