পেট্রলবোমা হামলা : বিএনপি-ছাত্রদলের ৩ নেতা জেলে


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

সিলেটে পেট্রলবোমা হামলা চালিয়ে ট্রাক চালক বকুল দেবনাথ হত্যা মামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতাকে জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের জেলে পাঠানো হয়।

তারা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা ফরিদ আহমদ ও রুবেল আহমদ।

আদালত সূত্রে জানা গেছে, সরকার বিরোধী ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাতে সিলেটের গোয়াইনঘাট থানার বাঘেরসড়কে একটি ট্রাকের ওপর পেট্রলবোমা হামলা করা হয়। এ হামলায় দগ্ধ হয়ে ট্রাকচালক বকুল দেবনাথ গুরুতর আহত হন। কয়েকদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে গত ২০ ফেব্রুয়ারি থানায় একটি মামলা (নং-২৬(২)১৫) দায়ের করে। এরপর তদন্ত শেষে পুলিশ ট্রাকে পেট্রলবোমা হামলা করে এর চালককে হত্যার দায়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

পরে অভিযোগ গঠন করে মামলাটি বিচারের জন্য হাকিম আদালত থেকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলায় অভিযুক্তদের অন্যতম জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা ফরিদ আহমদ ও রুবেল আহমদ মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।