ঈদের দিন ভারত থেকে দেশে ফিরলেন হকির শুভ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৪ মে ২০২১

বেশ কয়েকদিন ভারতে আটকা পড়ে থাকার পর অবশেষে দেশে ফিরতে পেরেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিকেএসপির কোচ মওদুর রহমান শুভ।

শুক্রবার ঈদের সকালে আগরতলা হয়ে তিনি দেশে ফিরেছেন। তবে বাড়ি যেতে পারেননি। সরকারের করোনাবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার একটি হোটেলে উঠেছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য।

হোটেল থেকে মওদুদুর রহমান শুভ জাগো নিউজকে জানিয়েছেন, ‘সকালে বাংলাদেশে প্রবেশ করে আনুসাঙ্গিক কাজ সেরে দুপুর দেড়টার দিকে হোটেলে উঠেছি। এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকলেও দেশে ফিরতে পেরেছি সেটাই বড় স্বস্তি।’

উচ্চতর ট্রেনিংয়ের জন্য ভারত গিয়ে পাঞ্জাবের পাতিয়ালায় আটকা পড়েছিলেন শুভ। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনে পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইন্সটিটিউট অব স্পোর্টসের (এনএসএনআইএস) কোর্সে অংশ নিতে ১৩ এপ্রিল ভারত গিয়েছিলেন তিনি।

প্র্যাকটিক্যাল কোর্স হওয়ার কথা ছিল ১৫ মে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় গত ২ মে হঠাৎ করেই কোর্স স্থগিত করে এনএসএনআইএস।

তাই দেশে ফেরার জন্য পাঞ্জাব থেকে ১০ মে কলকাতা আসেন শুভ। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন দেশে ফেরার অনুমতি না দেয়ায়, শুভ যোগাযোগ করেন আগরতলায়।

বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার অনুমতি পাওয়ার পরই ফ্লাইটে আগরতলা পৌঁছান। সেখানে থেকে সকালে প্রবেশ করেন দেশে। দেশে ফিরতে শুভকে যারা সহায়তা করেছে তার অন্যতম হলো বিকেএসপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ফয়সাল আহসান। এছাড়া অন্য যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এ তারকা খেলোয়াড়।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।