পাঁচ বছর যেন নরকে ছিলাম: কেয়ার্নস


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

মিথ্যা স্বাক্ষী এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেয়ার্নস বলেন, ‘মনে হচ্ছে যেন গত পাঁচটি বছর নরকে ছিলাম। অবশেষে নরক থেকে মুক্তি পেলাম আমি।’

২০১০ সালে আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদি কেয়ার্নসের নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। যে কারণে ২০১২ সালে লন্ডনের আদালতে মানহানির মামলা করেছিলেন সাবেক কিউই অলরাউন্ডার। যে মামলায় তিনি জিতেও গিয়েছিলেন। পরে আবার একই আদালতে কেয়ার্নসের বিপক্ষে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে মামলা করা হয়।

এরপর সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়া এবং ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নতুন করে অভিযোগ গঠন করে। এ নিয়ে গত ৯ সপ্তাহ টানা শুনানি অনুষ্ঠিত হয় সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। শেষ পর্যন্ত আদালতে বিচারকের সামনে কেয়ার্নসের নামে কোন অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি অভিযোগকারীরা। যে কারণে, বিচারক তাকে নির্দোষ বলে রায় ঘোষণা করেন।

আদালতের রায় ঘোষণার পর কেয়ার্নস বলেন, ‘আমি যেন সর্বসান্ত হয়ে পড়েছিলাম। নিজের দেশ, পরিবার, সবকিছু থেকে যেন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। এবার বাড়ি ফিরতে পারবো। পরিবারের সঙ্গে সময়ও কাটাতে পারবো।’

গত পাঁচ বছরকে নরকের সঙ্গে তুলনা করে কেয়ার্স বলেন, ‘গত পাঁচটি বছর যেন আমি নরকের মধ্যে বসবাস করেছি। আমি মনে করি, আমার মান-সম্মান সব ধুলায় মিশিয়ে দেয়া হয়েছে। তবে এসব মিথ্যা অভিযোগ আমাকে থামাতে পারেনি এবং আমিও কখনও থামবো না।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।