মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে দ্য হিন্দুর সাংবাদিকের দুঃখপ্রকাশ


প্রকাশিত: ১১:১৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

মিথ্যা খবর প্রকাশ করে দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদক কল্লোল ভট্টাচার্য দুঃখপ্রকাশ করেছেন। গত ২৫ নভেম্বর ওই পত্রিকা ‘উই আর ট্র্যাকিং টু আইএস কিলার ইনসাইড ইন্ডিয়া, সেজ বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাপানি নাগরিক কুনিও হোসির দুই গুপ্তঘাতক আইএস সদস্য ভারতে পালিয়ে গেছে।’

দুঃখপ্রকাশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু।

অবশ্য ওইদিনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন, জাগো নিউজের সঙ্গে। তিনি বলেন, আমার সঙ্গে দ্য হিন্দুর প্রতিবেদকের কথা হয়েছে। তবে বাংলাদেশ থেকে দুই আইএস পালিয়ে গেছে এমন কথা আমি বলিনি। প্রতিবেদনটি দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
 
প্রতিবেদনটি নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাক্সযোগে চিঠি পাঠায়। সেখানেই কল্লোলের দুঃখ প্রকাশের কথা বলা হয়।

ফ্যাক্স বার্তায় বলা হয়, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কল্লোল ভট্টাচার্যের মধ্যে মোবাইলে হওয়া কথাবার্তা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। সেখানে তাঁদের কথাবার্তার সঙ্গে প্রতিবেদনের মিল পাওয়া যায়নি। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে জানান।

এরপর হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রতিবেদক কল্লোলকে ডেকে পাঠান ও এ ধরনের অসত্য সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান।

এরপরই মিথ্যা প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চান কল্লোল ভট্টাচার্য।

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।