ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য সুয়ারেজ : মেসি


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

ফুটবলারদের জন্য সবচেয়ে গৌরবময় পুরস্কার ফিফা ব্যালন ডি’অর। এ পুরস্কারের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছিল অনেক আগেই। ওই ২৩ জনের তালিকায় থেকেই ভোটের মাধ্যমে বেছে নেয়া হয়েছে সেরা তিন প্রতিদ্বন্দ্বীকে।

তবে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের আগেই বার্সা সমর্থকরা বলে আসছিলেন, মেসি-নেইমার-সুয়ারেজই হবেন এবার ব্যালন ডি’অর পুরস্কারের সেরা তিন ফাইনালিস্ট। এমনকি বার্সা তারকা নেইমারও কয়েকদিন আগে বলেছিলেন, ‘সাফল্যের বিচারে আমরা তিনজনই এই তালিকায় আসার সবচেয়ে যোগ্য দাবিদার।’

কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো তিনজনের তালিকায় বার্সার তিন তারকা নয়, ঠাঁই পেয়েছেন দু’জন। এই তালিকায় সুয়ারেজের নাম না দেখে অন্য অনেকের মত অবাক হয়েছেন খোদ লিওনেল মেসিও।

সুয়ারেজের না থাকা প্রসঙ্গে মেসি বলেন,  ‘সুয়ারেজ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকার যোগ্য একজন ফুটবলার। আমি নেইমার আর সুয়ারেজকে তিনজনের চূড়ান্ত তালিকায় দেখলে খুশি হতাম। তবে, রোনালদোও এ পুরস্কারের তালিকায় থাকার যোগ্য। আমরা প্রত্যেকে দারুণ সময় কাটিয়েছি।’

সুয়ারেজের নাম না দেখে অবাক হয়েছে নেইমারও। তিনি বলেন, ‘তিনজনের তালিকায় সুয়ারেজের থাকাটা জরুরি ছিল। সে এটার যোগ্য। তবে, ব্যক্তিগতভাবে আমি মেসিকে এ তালিকায় এক নম্বরে রাখছি। সুয়ারেজ আর মেসি আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি আরও বেশি সময় তাদের সঙ্গে কাটাতে চাই।’
 
গত মৌসুমে মেসি-নেইমারের সঙ্গে জুটি বেধে বার্সাকে ট্রেবল পাইয়ে দিয়েছিলেন সুয়ারেজ। বার্সার আক্রমণভাগকে বিশ্বসেরা পরিণত করেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। বার্সার জার্সিতে গত মৌসুমে এমএসএন মিলে করেছিলেন ১২৫টি গোল। যার মধ্যে সুয়ারেজ একাই করেন ৪০ গোল।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।