আদিবাসীদের চাকরি কোটা পূরণের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে আদিবাসী পরিবারের সন্তানদের চাকরি কোটা পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান, সভাপতি সূর্য মুরমু, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা প্রমুখ।

বক্তারা এসময়, ঠাকুরগাঁওয়ে ৩৫-৪০ হাজার আদিবাসী জনগোষ্ঠীর সন্তানদের চাকরির সুযোগ করে দেয়ার জন্য জোর দাবি জানান।  

রবিউল এহসান রিপন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।