পাগলের মেলায় রিজভী


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন বিনোদন সাংবাদিক, নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী। রাজীব মনি দাসের রচনা ও আজহারুল আলমের পরিচালনায় ধারাবাহিক এই নাটকটির নাম ‘পাগলের মেলা’। সম্প্রতি গাজীপুরের পুরাবাইলে নাটকটির শুটিং হয়েছে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে রিজভী বলেন, ‘পাগলের মেলা গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত কমেডি ধাঁচের একটি নাটক। এই নাটকে দেখা যাবে আমার ছোট ভাই আরফান আহমেদ পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। তার পাগলামিতে গ্রামের সবাই অতিষ্ট। সবাই আমার কাছে বিচার দেয়। আমি সবাইকে বুঝিয়ে ছোট ভাইয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, রওনক হাসান, মাহামুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, কাজী উজ্জল, মহসিন, রিফাত চৌধুরী, দিলু, শামীম, মীর সাখাওয়াত, জাদু ফরিদ, শিলা, সাইদ সাখাওয়াত প্রমুখ।

R 1|
‘পাগলের মেলা’ নাটকটি এটিএন বাংলায় প্রচারের লক্ষে নির্মাণ করা হচ্ছে বলে জানান পরিচালক।

এদিকে আগামী ৩ ডিসেম্বর থেকে এনটিভিতে শুরু হচ্ছে রিজভী অভিনীত ধারাবাহিক নাটক ‘সম্রাট’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়া রিজভী অভিনীত আরো বেশ কয়েকটি খন্ড নাটক প্রচারের অপেক্ষায় আছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।