আজকের ধাঁধা : ০১ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘অন্ধ বাগান,
     বন্ধা গাছ।
     ফুল ফোটে কিন্তু
     বারো মাস।’
- বলুন তো কী?

২. ‘অন্ধ নদী পিছল পথ,
     হয় না দিন সদা রাত।
     নদীর জন্য সোবেশাম,
    পায়ে পড়ে মাথার ঘাম।’
- বলুন তো কী?

৩. ‘অন্তহীনে নাম কি তার,
     দেহ আছে, পদ নাই যার।
     মাথা কেটেও মাথা দেখি তার,
     মুক্তার সাথে তুলনা তার কর।’
- বলুন তো কী?

৪. ‘অচল দৈত্য সচল হয়,
     গর্জন শুনে লাগে ভয়।
     গ্রাস করে বহু থাল,
     হজম হয় না কোনো কাল।’
- বলুন তো কী?

উত্তর :
১. আকাশ ও তারা
২. পেট
৩. শিশির
৪. ট্রেন বা মটর

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।