বেরোবিতে শীতকালীন ছুটি শুরু ৪ ডিসেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। ২৭ দিনের এ ছুটিতে সরকারি ছুটির দিনগুলো ব্যতীত বাকি দিনগুলোতে প্রশাসনিক কাজ যথারীতি চলবে।
৩১ ডিসেম্বর পুনরায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রোকেয়া দিবস ও আখেরি চাহার সোম্বা, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও যীশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ছুটি থাকবে। তবে এ সময় সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৬,৭,৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে ৪ থেকে ১০ ডিসেম্বর ছাত্রছাত্রীদের আবাসিক হলসমূহ সাময়িক বন্ধ থাকলেও শীতকালীন ছুটির সময় আবাসিক হলসমূহ খোলা থাকবে।
এসএস/এমএস