পুরনো ভুলেই হেরেছে চিটাগাং


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

পাঁচ ম্যাচের মধ্য চারটিতে হেরে রীতিমত কোণঠাসা তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ঘরের মাঠে এসেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পুরনো চিত্র ফুটে উঠেছে মাঠে। দলের অধিনায়ক তামিম ইকবালও বলছেন একই কথা। ক্যাচ মিস, রান আউট মিসের মোহড়া দিয়েই ছিটকে পড়েতে হয়েছে ম্যাচ থেকে।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ভুলের পাশাপাশি বিপক্ষ দলের কৃতিত্ব তুলে ধরতে ভুল করেননি তামিম। এই প্রসঙ্গে বলেন, “আমাদের শুরুটা ছিল দারুণ। এর চেয়ে ভালো আশা করা যায় না, বিশেষ করে প্রথম ৬ ওভারে। এরপর সেই পুরোনো গল্প। ক্যাচ মিস, রান আউট মিস, এসবই আমাদের অনেক ভুগিয়েছে। ২৫ রানে মাহমুদউল্লাহর সহজ রান আউট মিস করেছি আমরা। প্রসন্ন সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেছে। আর এল্টনের ওই ওভারে ওরা ম্যাচ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তবে আমি মাহমুদউল্লাহ ও বরিশালের পুরো দলের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে চাই না।”

তবে ম্যাচ শেষে ঘুরেফিরে বারেবারেই আলোচনা হচ্ছিল কামরান আকমলের আউট নিয়ে। শরীরী ভাষা ছিল চোখে পড়ার মত। তবে শুরুতে ভালো থাকলেও ১১ ওভারের পর সব বদলে গেছে বলে জানান তামিম। পিচ নিয়ে কোনো অভিযোগ নেই এই ওপেনারের। তার মতে ব্যাটিংয়ের জন্য এটা দারুণ উইকেট।

“শুরুতে আমাদের শরীরী ভাষা ভালোই ছিল। ১১ ওভার পর্যন্ত ভালো ছিল। ক্যাচ মিস করা, রান আউট মিস করার পর থেকেই আমার কাছে মনে হলো আমরা নিচের দিকে নামছি। কামরান যেভাবে আউট হলো, আমি শুধু বলতে পারি যে এটা ছিল সম্পূর্ণ বাচ্চাসুলভ। সেটার কোনো জবাব নেই আমার কাছে। দিলশান যে মানের ব্যাটসম্যান, ও ব্যাটিং করে গেলে আমরা ভালো অবস্থায় থাকতাম। সবাই পেশাদার ক্রিকেটার। এই দায়িত্বের জায়গাটা বুঝতে হবে। ওদের ওপর আমাদের নির্ভরতা অনেক বেশি। এই ব্যাপারটা ওদের বুঝতে হবে।”

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।