চট্টগ্রামে প্রাণ ফিরে পেলো বিপিএল


প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩০ নভেম্বর ২০১৫

বন্দর নগরী চট্টগ্রামে এসে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরের মাঠে নিজেদের দল চিটাগাং ভাইকিংসকে উৎসাহ দিতে ইতোমধ্যেই ভরে উঠেছে গ্যালারির তিন চতুর্থাংশ।

এদিন বরিশাল বুলসের বিপক্ষে মাঠে উপস্থিত হয়েছেন প্রায় হাজার দশেক দর্শক। তবে ম্যাচটি দুপুরে থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও মাঠে আসতে পারেননি বলে জানান এক দর্শক। তবে সন্ধ্যে নাগাদ পুরো গ্যলারি ভরে উঠবে বলে আশা করছেন সবাই। এখনও অনেকে বাইরে লাইনে দাঁড়িয়ে ঢোকার অপেক্ষায় রয়েছেন।

গ্যালারিতে সোহেল নামে এক দর্শক জানালেন, প্রায় সারাদিন দাঁড়িয়ে থেকে চিটাগাং ভাইকিংসের খেলা দেখার জন্য টিকেট পেয়েছি। তার বেশ কিছু বন্ধু লাইনে দাঁড়িয়েও টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন বলেও জানান।

ঢাকা পর্বের ম্যাচগুলোতে পর্যাপ্ত পরিমান রান না ওঠায় হতাশা ছিল দর্শকদের মনে। চট্টগ্রামের উইকেটে এদিন চার ছক্কার ফুলঝুরিতে জমে উঠেছে খেলা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।