প্যারিস হামলায় নিহতদের প্রতি ওবামার শ্রদ্ধা


প্রকাশিত: ০৬:০০ এএম, ৩০ নভেম্বর ২০১৫

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার রাতে ওবামা বাটাক্লঁ কনসার্ট হল পরিদর্শন করেন। ১৩ নভেম্বর এই হলে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হন। খবর বিবিসি ও রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি প্যারিসে অবতরণের পর বাটাক্লঁ কনসার্ট হলে যান ওবামা। পরে তিনি নিহতদের প্রতি একটি সাদা গোলাপ ও কিছুক্ষণ মাথা অবনত করে শ্রদ্ধা জানান। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও প্যারিসের মেয়র আন্নি হিদালগো উপস্থিত ছিলেন।

ওবামার এ সফর উপলক্ষে প্যারিসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। বাটাক্লঁ কনসার্ট হলের আশ-পাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়। এছাড়া আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। সোমবার থেকে শুরু হওয়া প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৫০টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সে এসেছেন।

১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৩০ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন ফ্রাসোঁয়া ওলাঁদ। ওই হামলায় অন্তত ১১ সশস্ত্র সন্ত্রাসী অংশ নিয়েছিল বলে প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন। এদের মধ্যে ৯ জন নিহত হলেও বাকি দুজন এখনো আত্মগোপনে রয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।