আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ নারিন
বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও বহিষ্কার করা হলো ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনীল নারিনকে। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, পরীক্ষায় অবৈধ প্রমাণিত হয়েছে নারিনের বোলিং অ্যাকশন। তার সব ধরনের ডেলিভারিই ১৫ ডিগ্রির অনুমোদিত সীমা ছাড়িয়েছে বলে জানায় আইসিসি। অ্যাকশন শোধরানোর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না তিনি।
এদিকে চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছিলেন নারিন। আর আইসিসির এই নিষেধাজ্ঞার ফলে কোনও দেশের ঘরোয়া ক্রিকেটেও আর অংশগ্রহণ করতে পারবেন না নারিন। ফলে বাংলাদেশে চলমান বিপিএলে আর খেলতে পারছেন না সুনীল নারিন। তার এই নিষেধাজ্ঞায় চিন্তায় পড়ে গেছে মাশরাফির দল। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড (ডব্লউসিবি) মত দিলে সে দেশের ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এই ক্যারিবিয়ান স্পিনার।
এমআর/এমএস