ফরিদপুরে র্যাবের হাতে ভুয়া র্যাব সদস্য আটক
ফরিদপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটক ওই প্রতারকের নাম রহমান মুন্সী (৩৫)। রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আরোকান্দি গ্রামের জামাত মুন্সীর ছেলে। রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার (এএসপি) খালেদউজ্জামান জানিয়েছেন, গত কয়েকদিন ধরে র্যাবের এসআই জাহিদ পরিচয় দিয়ে একটি মাইক্রো ভাড়া নিয়ে ফরিদপুর শহরে ঘোরাফেরা করছিলেন এই প্রতারক।
রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকার সঙ্গে র্যাব পরিচয়ে প্রতারণা করার সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই কয়দিনে সে আর কোথায় কোথায় প্রতারণা করেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বলে জানিয়েছে র্যাব। প্রতারণার জন্য র্যাবের পোশাক পরিহিত একটি ছবি ব্যবহার করতেন তিনি।
এস.এম. তরুন/বিএ