রাষ্ট্রপতির সঙ্গে নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় এই বৈঠকটি হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নেপালে ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার অভিযান ও পুনর্গঠনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হরি কুমার শ্রেষ্ঠ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত বিবিআইএন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই চুক্তি চার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নেপালে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশে তার চার বছরের মেয়াদকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

বিবিআইএন আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সহায়তা করবে আশা করে তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।