সেই মসজিদে মুয়াজ্জিন নিয়োগ


প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

দুর্বৃত্তদের গুলিতে মুয়াজ্জিন নিহত হওয়ার পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সেই শিয়া মসজিদে (মসজিদ-ই-আল মোস্তফা) নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই মুয়াজ্জিনের নাম উকিল মিয়া। বয়স ৪৫ বছর। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এর আগে মসজিদটিতে নিহত মোয়াজ্জেম হোসেন ছিলেন মুয়াজ্জিনের দায়িত্বে।

মুয়াজ্জিন নিয়োগের পর রোববার সকালে মসজিদের ভেতরে ধোয়া মোছা শেষে জোহরে ১৬ জন মুসল্লিকে নিয়ে আবারো নামাজ শুরু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মসজিদে দুর্বৃত্তরা নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে জখম করে। ওই ঘটনার পর মসজিদটিতে নামাজ আদায় বন্ধ ছিল। রোববার থেকে আবারো নামাজ শুরু হলো।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।