উইকেটে মানিয়ে নিতে চান সালাহউদ্দিন


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্বের খেলা শেষে দলগুলো এখন বন্দর নগরী চট্টগ্রামে অবস্থান করছে। এর আগে ঢাকায় দারুণ সময় কাটিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার চট্টগ্রামেও তাদের লক্ষ্য একই। তবে তাদের প্রথম লক্ষ্য থাকবে ভিন্ন পরিবেশে ভিন্ন উইকেটে মানিয়ে নেয়া। এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ মো. সালাহউদ্দিন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে নিজেদের প্রত্যাশা নিয়ে সালাহউদ্দিন বলেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে আছি। আমাদের প্রথম লক্ষ্য এখানে যত তাড়াতাড়ি সম্ভব উইকেটে মানিয়ে নেয়া। যেভাবে আমাদের বোলিং এবং ব্যাটিং সেভাবে খেলে যাওয়া। আমরা যদি তা করতে পারি তবে ইনশাল্লাহ আমাদের পরের ম্যাচগুলো কোন সমস্যা হবে না।”

ঢাকার চেয়ে চট্টগ্রামের উইকেট প্রসঙ্গে কুমিল্লার কোচ বলেন, “উইকেট মনে হচ্ছে অনেক আলাদা। মনে হচ্ছে এখানে বড় রানের খেলা হবে। এটা অনেকটা ব্যাটিং সহায়ক।”

চট্টগ্রামে নিজেদের লক্ষ্য বলতে আপাতত সিলেটকে ঘিরেই জানালেন সালাহউদ্দিন। এই ম্যাচ জিততে পারলে পরের ম্যাচ নিয়ে ভাববেন বলে জানালেন তিনি।
 
উল্লেখ্য, মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দারুণ খেলে চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সুপার স্টার্সের মোকাবেলা করবে দলটি।

আরটি/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।