উচ্ছেদ অভিযানের পক্ষে শ্রমিকরা
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তুম আলী বলেছেন, শ্রমিকরা অবৈধ স্থাপনা ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযানের পক্ষে। কিন্তু এই অভিযানে অনেকগুলো পক্ষ জড়িত। রোববার এই ঘটনার পরপর জাগো নিউজকে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাছিলের জন্য চালানো হয়েছে। যারা এই এলাকায় জয়গা দখল করে আছে তারাই এই হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের পক্ষ থেকে রাজধানীর তেজগাঁস্থ অবৈধ ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করে। এসময় পুলিশের গুলিতে দুই জন আহত হয়।
এঘটনার জের ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের মেয়র আনিসুল হককে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অক্ষত আছেন মেয়র আনিসুল।
জেইউ/এসকেডি/আরআইপি