ওয়ার্দা রিহাবের নৃত্যে পর্দা উঠবে তৃতীয় দিনের
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু চলছে উচ্চাঙ্গসংগীতের সবচেয়ে বড় আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। আর এটির উদ্বোধন হয়েছিল বাংলাদেশি নৃত্যশিল্পী ও সংগঠক মীনু হকের পরিচালনায় নৃত্য দিয়ে।
উৎসবের তৃতীয় দিন রোববার আসরের পর্দা উঠবে জনপ্রিয় মনিপুরি নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় মণিপুরি নৃত্যের তালে।
উদ্বোধনী নৃত্যে ওয়ার্দা রিহাব ও তার নৃত্যদল পরিবেশন করবে শাস্ত্রীয় মনিপুরী নৃত্যালেখ্য ‘লেইচান’। ৩৫ মিনিট ব্যাপি এই নৃত্যে অংশ নেবেন ঢাকা ও সিলেটের ৩৫ জন মণিপুরি নৃত্যশিল্পী।
ওয়ার্দা জানান, ‘অন্তর গ্লানি সংসার ভার/পলক ফেলিতে কোথা একাকার- এ শুধু নৃত্যের মাধ্যমেই সম্ভব। ‘লেইচান’ পরিচালনা করেছেন ভারতের মণিপুরি নৃত্যশিল্পী ও পরিচালক বিম্বাবতী দেবী। তিনি কিংবদন্তি নৃত্যগুরু বিপিন সিংহ ও কলাবতী দেবীর কন্যা।’
উল্লেখ্য, উৎসবের প্রথম দিনে বাংলাদেশি নৃত্যশিল্পী ও সংগঠক মীনু হকের পরিচালনায় নৃত্যে অংশ নিয়েছিলেন ২৩ জন শিল্পী। সেখানে ভরত নাট্যম পরিবেশন করেছিলেন তারা। ২০ মিনিটের এ পরিবেশনা দিয়েই মূলত এ আসরের শুরু হয়েছিল।
‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৫’ চলবে পাঁচ দিনব্যাপি। এতে পৃথিবীর খ্যাতনামা সব শাস্ত্রীয় সংগীতশিল্পীরা নিচ্ছেন।
এলএ