খুলনায় জমি মালিকদের মানববন্ধন


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৯ নভেম্বর ২০১৫

খুলনা-মংলা পোর্ট নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতি পূরণের অর্থ আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে দাবি আদায় সংগ্রাম কমিটি।

রোববার দুপুরে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মল্লিক আবিদ হোসেন, শেখ আনিসুর রহমান, শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব শেখ আনসার আলী, লিয়াকত আলী, এফএম জাহিদ হোসেন প্রমুখ।

বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জমি, গাছপালা ও স্থাপনার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে হরতাল, অবরোধ ও কাফন মিছিল করা হবে।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।