শূন্য থেকে শুরু করতে চান ম্যাথুজ


প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, আসন্ন নিউজিল্যান্ড সফরটি হবে অত্যন্ত কঠিন। তবে নিজ কন্ডিশনে কিউইদের বিপক্ষে তার দল এগিয়ে থাকতে পারে। দুই টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ড সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ডানেডিনে ১০ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে।

সম্প্রতি নিজ মাঠে তিন ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করা দক্ষিণ এশিয়ার দলটি পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ড সফরে যাবে। তবে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তার দলকে শূন্য থেকেই শুরু করতে হবে জানেন ম্যাথুজ।

ম্যাথুজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সত্যিকারার্থেই আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি, তিন ফরম্যাটে তিন বিভাগেই আমরা তাদেরকে পরাস্ত করেছি। কিন্তু কন্ডিশন ও প্রতিপক্ষ ভিন্ন হওয়ায় নিউজিল্যান্ড সফরটি হবে সম্পূর্ণ ভিন্নধর্মী।

‘আমাদেরকে শূন্য থেকে শুরু করতে হবে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ সেখানকার আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে না, এটা কঠিন এবং প্রচণ্ড ঠান্ডা হবে। তবে এটা মানসিক ব্যপার।’

বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার বলেন, ‘আমরা আমাদের মানসিকতাটা ঠিক রাখতে পারলে ঠান্ডা কিংবা অন্য কোনো কিছুতেই আমাদের চিন্তিত হওয়ার কিছু থাকবে না, কোনো অভিযোগ দাঁড় করাতে পারবো না। আমরা কেবলমাত্র সফরে যাবো এবং জয়ের জন্য খেলবো।’

নিউজিল্যান্ড দল এখন অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি। ম্যাথুজ আরও বলেন, ‘নিউজিল্যান্ড খুবই প্রতিদ্বন্দ্বী ও শক্তিশালী একটি দল। সেটা কেবলমাত্র নিজ মাঠে নয়, সবখানেই। গত দুই বছর তারা তাদের সেরা ক্রিকেট খেলেছে।’

‘এই মুহূর্তে তারা খুবই প্রতিদ্বন্দ্বী ও নতুন-পুরনো সংমিশ্রনে ভারসাম্যপূর্ণ একটি দল এবং তাদেরকে হারানোটা আমাদের জন্য কঠিন হবে। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে তাদেরকে হারানোর বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।