পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৫
ফাইল ছবি : পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল

পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি ও লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এছাড়া নদী থেকে তিন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি-না জানা যায়নি।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিক মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে প্রিন্স অব পদ্মা-৩ নামক লঞ্চটি জেলার শিবচরের কাঠালবাড়ি নামক স্থানে পৌঁছালে ডাম্ব ফেরি রায়পুরার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় লঞ্চের সামনের আন্নি ও ফেরির ডান পাশের মোড ও বডি ক্ষতিগ্রস্ত হয়। এতে লঞ্চের অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা নদী থেকে তিন যাত্রীকে উদ্ধার করে।

আহত যাত্রীদের শিবচরের কাঠালবাড়ি ঘাটে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে লঞ্চটির করণিক ও অপর একটি লঞ্চের মালিক ইমান খান জানিয়েছেন।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।