দেশে পৌঁছেছে নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’
যুক্তরাষ্ট্র হতে দেশে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। যুক্তরাষ্ট্র হতে সংগ্রহকৃত জাহাজটি শনিবার চট্টগ্রাম এসে পৌঁছায়। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে স্বাগত জানানো হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, নাবিক ও জাহাজে আগমনকারী নৌ কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্চক্ষমতা সম্পন্ন এই কার্টার জাহাজটি ১৬ নভেম্বর ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের অধীনে যাত্রা শুরু করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জাহাজটিকে ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ ডি-কমিশন করে। গত ০৫ মে ২০১৫ তারিখে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জাহাজটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করে।
জাহাজটি বাংলাদেশ নৌবহরে ৯ম ফ্রিগেট স্কোয়াড্রনে অর্ন্তভুক্ত করা হয়েছে। জাহাজটি দৈর্ঘ্যে ১১৫ মিটার ও প্রস্থে ১৩ মিটার যা প্রায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। নতুন এই যুদ্ধজাহাজটি দেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে যা বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।
উল্লেখ্য, জাহাজের ক্রুদের প্রয়োজনীয় প্রশিক্ষণের লক্ষ্যে বিভিন্ন সময়ে ২১ জন অফিসার ও ১৫৭ জন নাবিকসহ সর্বমোট ১৭৮ জন যুক্তরাষ্ট্র গমন এবং ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ, বিএন এর নেতৃত্বে গত ১১ অক্টোবর ২০১৫ তারিখে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ঘাঁটি আলামেডা হতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশে আগমনকালে জাহাজটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ফিলিপাইনের বিভিন্ন বন্দরে যাত্রাবিরতি করে।
এসএ/এসএইচএস/আরআইপি