দাউদকান্দিতে দলীয় সমর্থন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ
তফসিল ঘোষণার পর থেকে দলীয় মনোনয়ন ও সমর্থন পেতে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এখন চলছে মনোনয়ন যুদ্ধ। প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি দলের শীর্ষ নেতাদের পেছনে ঘুরছেন সম্ভাব্য প্রার্থীরা।
এরই মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএিনপির কমপক্ষে ১ ডজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। এছাড়া এ পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ৩টি সংক্ষিত মহিলা আসনের বর্তমান কাউন্সিলরসহ এ ৩টি পদে প্রায় কমপক্ষে ৪০ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
দাউদকান্দি পৌর এলাকা ঘুরে জানা যায়, আসন্ন এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন। তবে মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে লবিং চালিয়ে যাচ্ছেন।
এদিকে মেয়র পদে বড় দুটি দলের কমপক্ষে ১২ জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। চায়ের দোকান, খেলার মাঠ, মসজিদ, পাড়া-মহল্লায় চলছে কে হচ্ছেন মেয়র বা কাউন্সিলর প্রার্থী।
জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান মেয়র হাজী ভিপি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী (লীল মিয়া), পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস সরকার, পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও দুইবার নির্বাচিত সদর ওয়ার্ডের কাউন্সিলর আহম্মেদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা নাঈম ইউছুফ সেঈন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান খন্দকার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, বর্তমান কাউন্সিলর এনামুল হক এমেল, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মুক্তা।
বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মুক্তিযুদ্ধা কেএমআই খলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম সাত্তার, বিএনপি নেতা কাউসার আলম সরকার, বিএনপি নেতা রুহুল আমিন সরকার ও বিএনপি নেতা নাঈম সরকারের নাম আলোচনায় রয়েছে।
এদিকে কাউন্সিলর পদে আলোচনায় রয়েছেন- বর্তমান কাউন্সিলর গিয়াসউদ্দিন স্বপন, আওয়ামী লীগ নেতা সাংবাদিক জসিম উদ্দিন, বর্তমান কমিশনার আবদুল হক, সাবেক কমিশনার মাহবুবুল হক সরকার, ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক শহীদউল্লাহ মুন্সী, বর্তমান কাউন্সিলর সারোয়ার হোসেন, আ. লীগ নেতা মোশাররফ হোসেন, বর্তমান কাউন্সিলর মোশাররফ হোসেন, পৌর আ. লীগ নেতা মোরশেদ মেম্বার, নুরুল আমিন প্রধান, সালাউদ্দিন আহম্মদ, বর্তমান কাউন্সিলর ও পৌর আ. লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাংবাদিক রুবেল নিবাস ঘোষ, বর্তমান কমিশনার আবদুল হামিদ, সালাউদ্দিন, বর্তমান কাউন্সিলর আলহাজ এনামুল হক এমেল, আ. লীগ নেতা এমএ সাত্তার জিয়া, মেজবাহ উদ্দিন মবিন, যুবলীগ নেতা মিলন, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মোবারক হোসেন (১), প্যানেল মেয়র (২) মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর রফিক মাস্টার, বর্তমান কাউন্সিলর মো. জিলন মিয়া, উপজেলা শ্রমিক নেতা এসএম রকিবউদ্দিন আহম্মেদ।
এছাড়া মহিলা কাউন্সিলর পদে ইয়াসমিন, সাবেক কাউন্সিলর আইরিন সরকার, বর্তমান কাউন্সিলর নাসরিন সুলতানা ও বর্তমান কাউন্সিলর সামছুন্নাহার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ৯টি ওয়ার্ড ও ২৬টি গ্রাম নিয়ে গঠিত ১২.১৭ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট দাউদকান্দি দ্বিতীয় শ্রেণির পৌরসভা। এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২৬ হাজার।
এসএস/আরআইপি