ফিরে গেলেন স্যামুয়েলস


প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৮ নভেম্বর ২০১৫

দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মারলন স্যামুয়েলসকে আর দলে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডিসেম্বরের প্রথম থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে আছেন তিনি। আর টেস্ট দলে ডাক পাওয়ায় গতকালই তিনি দেশের পথে উড়াল দিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের গত তিনটি জয়েই ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান মারলন স্যামুয়েলসের। গত তিন ম্যাচে তার স্কোর ৪২, ২৩ এবং ৬৯ আর এই  তিনটি ম্যাচেই তিনি ছিলেন অপরাজিত। কুমিল্লার অধিনায়ক মাশরাফি মুর্তজা গতকাল জয়ের পর স্যামুয়েলসকে ধন্যবাদও জানিয়েছেন। দলের তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছে বলেও জানান তিনি।

অবশ্য আগামী মাসের শুরুতেই কুমিল্লার আরও দুই বিদেশি চলে আসবে। তারা হলেন পাকিস্তানের শোয়েব মালিক এবং আহমেদ শেহজাদ। ৩০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেই তারা বাংলাদেশের বিমান ধরবেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।