ছুটির দিনে দর্শকে পূর্ণ স্টেডিয়াম


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৭ নভেম্বর ২০১৫

বিপিএলের ষষ্ট দিনে এসে দর্শকের দেখা মিললো বিপিএলে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শকে প্রায় পূর্ণ হয়ে উঠে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্সের ম্যাচটি উপভোগ করছেন প্রায় পনের হাজার দর্শক।

সেটির অবশ্য কারণও আছে। বিপিএলে ঢাকা পর্বের প্রথমধাপ শেষ হচ্ছে আজই। আর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিবের রংপুর আর মাশরাফির কুমিল্লা। তাই সাকিব-মাশরাফির খেলার কারণে দর্শকের আগ্রহও ছিল বেশি। তবে নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেনি সাকিব।

দিনের দ্বিতীয় খেলায় রাতে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপারস্টারস। সন্ধ্যা পৌঁনে সাতটায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে গ্যালারির পুরো অংশই দর্শকে পূর্ণ হয়ে উঠতে পারে। মাঠের বাইরে রয়েছে আরও বেশ কিছু সংখ্যক দর্শক। এক টিকিটে দুটি ম্যাচ উপভোগ করতে পারছেন তারা। কিন্ত ম্যাচগুলোতে রান না ওঠায় হতাশা আছে তাদের মনে। লো-স্কোরের কারণে টি-টোয়েন্টির ধুম-ধারাক্কা ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

আরটি/এমআর
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।