শাবিতে ২ দিনব্যাপি প্রযুক্তি উৎসব শুরু


প্রকাশিত: ০৯:১২ এএম, ২৭ নভেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপি প্রযুক্তি উৎসব (সিএসই কার্নিভাল-২০১৫) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ৫ম বারের মতো এই প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে। এই পুরো আয়োজনের স্পন্সর হয়েছে কানাডাভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান আইপিভিশন কানাডা ইনকর্পোরেশন।

শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি শাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, উৎসবের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদুর রহমান প্রমুখ।

Sust

প্রযুক্তি উৎসবের বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে প্রধান চারটি ইভেন্ট হলো-প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী এবং গেমিং প্রতিযোগিতা।

উৎসবে প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৪৬টি বিশ্ববিদ্যালয়ের ১১১টি দল অংশ নিচ্ছে, সফটওয়্যার প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের ২১টি দল এবং প্রজেক্ট প্রদর্শনীতে ১১টি বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি দল অংশ নিচ্ছে।

আর গেমিং প্রতিযোগিতায় ফিফা-১৫, নিড ফর স্পিড এবং কাউন্টার স্ট্রাইকের মতো জনপ্রিয় গেমিংয়ের আয়োজন থাকবে।

Sust

শনিবার বিকালে সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দু` দিনব্যাপু এ প্রযুক্তি উৎসব। ‘সমাপনী অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এ বিষয়ে আইপিভিশন কানাডা ইনকর্পোরেশনের কর্ণধার এবং ম্যানেজিং ডিরেক্টর মো. শরিফুল ইসলাম বলেন, আইপিভিশন সর্বদাই এই ধরনের প্রতিযোগিতাকে সুনজরে দেখে। কারণ এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামারদের যাচাই করার একটি ক্ষেত্র তৈরি হয়।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।