নরসিংদীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
নরসিংদীতে বালু বোঝাই ট্রাক ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শীলমান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর মাহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেয়ার পর প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন, ট্রাকের চালক নরসিংদীর শরিফ মিয়া (২৮) ও শিবপুরের কুমড়াদি দরিআলগী গ্রামের ফরিদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, সকালে ইসলাম ট্রান্সপোর্টের একটি বালু বোঝাই ট্রাক নরসিংদী থেকে মাধবদী যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শীলমান্দী এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড ও সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি সড়কের উপর দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শরিফ ও ফরিদ নিহত হন। আহত হন ট্রাকের সহকারী নরসিংদীর পলাশের চরসিন্দুর এলাকার তৌহিদ মিয়া (১৮)। তাকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর পুলিশ মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে সরিয়ে নিয়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ চৌধুরী জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সঞ্জিত সাহা/এমজেড/পিআর