সিরিয়ায় হামলার সমর্থন নেই লেবার পার্টির নেতার


প্রকাশিত: ০২:৩২ এএম, ২৭ নভেম্বর ২০১৫

সিরিয়ায় ব্রিটিশ বাহিনী বিমান হামলার সিদ্ধান্ত সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। খবর বিবিসি বংলা।

বিবিসি বাংলা জানায়, লেবার পার্টির পার্লামেন্ট সদস্যদের কাছে লেখা এক চিঠিতে, জেরেমি করবিন জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর সরকারী পরিকল্পনাকে তিনি সমর্থন করবেন না।

ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা বাড়াতে আইএস জঙ্গিদের ওপর হামলা চালানো উচিত বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যে দাবি তার সঙ্গেও একমত নন করবিন।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই আইএস জঙ্গিরা ইরাক, সিরিয়া এবং লিবিয়াতে লাখ লাখ মানুষের মনে ত্রাসের সঞ্চার করেছে। সন্দেহ নেই আমাদের নাগরিকদের জীবনের হুমকি রয়েছে। প্যারিস হামলার পর সেই প্রশ্ন আরো বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আইএস এর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে সেই হুমকি কি আমরা নির্মূল করতে পারব? নাকি আরো বাড়িয়ে তুলব?

তার এই অবস্থান নিয়ে নিজের দলই দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলের প্রভাবশালী একটি অংশ প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়েছে। ছায়া মন্ত্রিসভার একজন সদস্য জানিয়েছেন, এ নিয়ে দলের মধ্যে নানা সমালোচনা চলছে।

এমনকি করবিন যদি লেবার দলের ছায়া মন্ত্রিসভার সদস্যদের ওপর নিজের মতামত চাপিয়ে দেবার চেষ্টা করেন, তাহলে অনেকেই পদত্যাগ করবেন বলে ওই সদস্য জানিয়েছেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।