১১শ চিকিৎসককে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ১১শ’ চিকিৎসক কর্মকর্তাকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে ৭ম গ্রেডের ৩৯৬ জন ও ৫ম গ্রেডের ৫৪৫ জনকে সিলেকশন গ্রেড এবং ৪র্থ গ্রেডের ১৩২ জন চিকিৎসককে টাইম স্কেল প্রদান করে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রাপ্ত মোট চিকিৎসকের সংখ্যা ১০৭৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-২ শাখার উপ-সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যে সকল চিকিৎসক কর্মকর্তা লিয়েনে কর্মরত/ছুটিতে আছেন তাদের লিয়েন/ছুটি শেষে মূল কর্মস্থলে ফিরে আসার পর তাদের টাইম স্কেল মঞ্জুরির আদেশ কার্যকর হবে। প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড প্রদানের ক্ষেত্রে ভিন্নরুপ কোনো সিদ্ধান্ত হলে সিলেকশন গ্রেডপ্রাপ্ত কর্মকর্তাগণকে উত্তোলিত আর্থিক সুবিধাদি সরকারি কোষাগারে জমা দিতে হবে।
এমইউ/একে/পিআর