মেট্রোরেল নির্মাণকালে জনদুর্ভোগ কমানোর সুপারিশ


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৬ নভেম্বর ২০১৫

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল প্রকল্প) বাস্তবায়নে ভবিষ্যতে যাতে কোনো জটিলতা ও জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সচেতনতা অবলম্বন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া এ প্রকল্প তাড়াতাড়ি শেষ করার জন্যও সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান এবং মো. মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া) সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।