৫ উইকেট হারিয়ে চাপে সিলেট
দুই ওপেনারকে ফিরিয়ে খেলায় ফিরে এসেছে রংপুর রাইডার্স। অধিনায়ক সাকিব আল হাসান সুপার স্টার্স শিবিরে জোড়া আঘাত হানেন। নিজের প্রথম ওভারে জশোয়া কবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে ছোট্ট বিরতি দিয়ে দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে আরেক ওপেনার মুনাবীরাকে পেরেরার ক্যাচ পরিণত করে ফেরান সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট সুপার স্টার্সের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেটে ৫৭ রান। তবে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও শেষ রক্ষা করতে পারেন নি মুমিনুল হক। ২৯ রানে ফিরে যান তিনি।এরপর শূন্য রানে ফিরে যান নাজমুল হাসান। রবি বোপরাও ১ রান করে আউট হন। অধিনায়ক মুশফিকুর রহিম ৮ রানে ব্যাট করছেন।
এর আগে মো. শহীদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ করতে সমর্থ হয় রংপুর রাইডার্স। দলের হয়ে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারেন। এছাড়া পেরেরা ১৬ বলে ২টি ছক্কার সাহায্যে ২১ রান করেন। সিমন্স করেন ১১ রান।
সিলেটের হয়ে মো. শহীদ মাত্র ১২ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া নাসুম, বোপারা এবং নাজমুল ১টি করে উইকেট নেন।
আরটি/জেডএইচ/পিআর