রাজশাহীতে দশ মাসে ৩৮৪ নারী ও শিশু নির্যাতিত


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৬ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

চলতি বছরে গত দশ মাসে রাজশাহীতে ৩৮৪ জন শিশু ও নারী নির্যাতিত হয়েছেন। এর মধ্যে নারী নির্যাতিত হন ১৭০ জন এবং শিশু ২১৪ জন। অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রোগ্রাম অফিসার রাবেয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এসিডি কর্তৃপক্ষ আরো জানায়, জেলায় বিগত ১০ মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের মধ্যে মহানগরীর চারটি থানায় সংঘটিত হয়েছে ২৬টি এবং জেলার ৯টি থানায় সংঘটিত হয়েছে ৭২টি নির্যাতনের ঘটনা। এছাড়াও নারী নির্যাতন সংক্রান্ত ছোট ঘটনা ঘটেছে ৪২টি।

এদিকে, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মোট ২১৪টি। এর মধ্যে মহানগরীর চারটি থানা এলাকায় সংঘটিত হয়েছে ১৬০টি ও জেলার ৯টি থানা এলাকায় সংঘটিত হয়েছে ১১৯টি নির্যাতনের ঘটনা। এসব ঘটনা ছাড়াও জেলায় ছোট ধরনের আরও ৭৫টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সকলকে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জাননো হয়েছে।

শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।