ভূ-রাজনৈতিক খেলা বন্ধ করা উচিত ওয়াশিংটনের


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৬ নভেম্বর ২০১৫

রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কোর ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ বোধগম্য নয় এবং ওয়াশিংটনের ভূরাজনৈতিক খেলা বন্ধ করা উচিত। আরআইএ`র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়া ইস্যুতে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বুধবার এ মন্তব্য করেন তিনি। সের্গেই রিয়াবকভ বলেন, এটি পরিষ্কার, সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন ও জটিল মুহূর্ত।

বুধবার রাশিয়ার ১০টি লক্ষ্যের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করায় একটি রুশ ব্যাংকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।