রাঙ্গামাটিতে প্রথম নারী হেডম্যান-কারবারি সম্মেলন সমাপ্ত


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৫
পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কারবারি সম্মেলনে অংশ নেয়া নারী হেডম্যান ও কারবারিরা

প্রথাগত নেতৃত্বে নারীদের সরাসরি সম্পৃক্ত করে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাসনব্যবস্থায় ঘটলো নয়া সমীকরণ। তিন পার্বত্য জেলায় নিয়োগপ্রাপ্ত নারী হেডম্যান ও কারবারিদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত দু’দিনব্যাপি সম্মেলন বুধবার শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে দু’দিনব্যাপি এ নারী হেডম্যান-কারবারি সম্মেলন উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

দ্বিতীয় দিন বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ‘পার্বত্য চট্টগ্রাম নারী সমাজের সমস্যা ও প্রথাগত নারী নেতৃত্বের করণীয়’ শীর্ষক এবং বিকেলে ‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত নারী নেতৃত্বের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা।

‘পার্বত্য চট্টগ্রাম নারী সমাজের সমস্যা ও প্রথাগত নারী নেতৃত্বের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানের আলোচনা সভায় মূল বক্তা ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরা। এছাড়া নারী হেডম্যান-কারবারি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সহ-সভাপতি প্রেমলাল চাকমা, হেডম্যান কাবেরী রায়, স্বদেশপ্রীতি চাকমা, আনেউ চৌধুরী, কারবারি উশেম্রা মারমা, মল্লিকা চাকমা আলোচনায় অংশ নেন।

বিকেলে অনুষ্ঠিত আলোচনাসভায় মূলবক্তা হিসেবে অংশ নেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। নারী হেডম্যান-কারবারি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব শান্ত্বনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় আরও অংশ নেন হেডম্যান হিরণ জয় ত্রিপুরা, গোপাদেবী চাকমা, জোনাকি চাকমা, মংনু মারমা, কারবারি ক্যামেলিয়া চাকমা, সুপঞ্চিতা চাকমা প্রমুখ।

আয়োজকরা জানান, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির নারী হেডম্যান ও কারবারিদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত দু’দিনব্যাপি পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কারবারি সম্মেলনে তিনটি পার্বত্য জেলার মৌজাপ্রধান ১২ নারী হেডম্যানসহ প্রায় দুই শতাধিক গ্রামপ্রধান নারী কারবারি অংশ নেন।

সুশীল প্রসাদ চাকমা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।