গাবতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

রাজধানীর গাবতলীতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে শাহাদাত ওরফে মাহফুজ ওরফে হুজ্জাতুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টায় গাবতলীর দ্বীপনগর-বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, রাতে গাবতলীতে ডিবি পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের কথা শুনেছি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবি সূত্র জানায়, নিহত ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম কমান্ডার। গোপনে বৈঠকের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। তার মরদেহ শনাক্ত করেন পুলিশের হাতে আটক জেএমবির আরেক সদস্য রাশেদ।

নিহত শাহাদাত হোসনি দালানে বোমা হামলা, আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও আশুলিয়ায় শিল্প পুলিশের কনস্টেবলকে হত্যার ঘটনার সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে ডিবি সূত্র।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।