স্বাভাবিক হচ্ছে বেলজিয়ামের জনজীবন


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

থমকে থাকা বেলজিয়ামের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। প্যারিসের মতো `মারাত্মক ও আসন্ন` হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির চতুর্থ দিন পর বুধবার বেলজিয়ামে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ থাকা কিছু মেট্রো সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাইমারি ও মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতো বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলাফেরা সীমিত করার পাশাপাশি স্কুল ভবনের বাইরে যেতে দেয়া হচ্ছে না।

এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশটির জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। এরপরই প্যারিসের মতো ভয়াবহ হামলার আশংকায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ফ্রান্সের নাগরিক সালাহ আবদেস্লাম  ব্রাসেলসে আত্মগোপনে আছেন এমন তথ্য পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়।

প্যারিস হামলায় অংশ নেয়া মূল হোতাদের একজন ২৬ বছর বয়সী সালাহ আবদেস্লাম। স্কাইপির মাধ্যমে এই দুর্ধর্ষ জঙ্গি সিরিয়ায় ফেরত যেতে বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ১৩ নভেম্বরে প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটেছে।

৪৭ বছর বয়সী এক ব্যক্তি তার দুই কন্যা সন্তানকে নিয়ে স্কুল যাচ্ছিলেন। এ সময় তিনি গার্ডিয়ানকে বলেন, সকালে আমার সন্তানদের স্কুলে নিয়ে যেতে চাইনি। কিন্তু রাতে আমার চিন্তায় পরিবর্তন আসে। জীবন অবশ্যই চলবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।