আল-আরাফাহ্ ব্যাংকের ভ্রাম্যমাণ এটিএম বুথ
ব্যাংকিং সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ (মোবাইল) এটিএম বুথ নিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ এটিএম বুথ উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী, মো. আবুল কাশেম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং মো. ফজলুল করিম উপস্থিত ছিলেন।
গভর্নর ড. আতিউর রহমান মোবাইল এটিএম বুথকে সবার ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের এক নবতর কৌশল বলে উল্লেখ করেন।
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, এটিএম সেবাকে জনপ্রিয় করার মাধ্যমে ব্যাংকিং সেবাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ নতুন কার্যক্রম চালু করা হলো। আমাদের দেশে এখনও অনেক মানুষই এটিএম মেশিন ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেনি। নতুন বুথ উদ্বোধনের ফলে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে এ সার্ভিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া সম্ভব হবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, এটিএম সেবাকে জনপ্রিয় করা এবং ব্যাংকিং সেবাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে।
ব্যাংকের যেসব শাখার ৩-৫ কিলোমিটারের মধ্যে কোনো এটিএম বুথ নেই, সেসব এলাকায় নতুন উদ্বোধনকৃত মোবাইল এটিএম বুথ জনগণকে সেবা প্রদান করবে। এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা, হাট-বাজার, মেলা ইত্যাদি স্থানেও এ এটিএম বুথ প্রয়োজনানুযায়ী সেবা প্রদান করবে। এ বুথ থেকে গ্রাহক অন্যান্য এটিএম বুথের মতোই প্রয়োজনীয় মুহূর্তে টাকা উত্তোলন করতে পারবে।
এসএ/এসকেডি/পিআর