কাউখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরে বাসায় বাথরুম ব্যবহারের কথা বলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একদল দুর্বৃত্ত। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন বাসিন্দা সারোয়ার হোসেনের (ঢাকায় চাকরিরত) বাসভবনে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে বোরকা পরিহিত অজ্ঞাত দুই নারী বাথরুম ব্যবহারের কথা বলে কৌশলে বাসায় ঢুকে পড়ে। এ সময় আরও তিনজন পুরুষ জোর করে বাসায় ঢোকে। ছিনতাইকারীরা গৃহকর্তার স্ত্রী রেহেনা আক্তার হ্যাপির হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় তারা দুই বছরের শিশু আরাফাতের গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে আলমারি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে চলে যায়।

কাউখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ছিনতাই। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।