নাটোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২


প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ (৪৫) এবং হায়দার বিধি গ্রামের আয়নাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় যানবহানে তল্লাশি চালায় নাটোর ডিবি পুলিশের একটি দল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সাথী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আব্দুল লতিফ এবং জাহাঙ্গীর আলম নামের দুই যাত্রীর সিটের নিচ থেকে দুটি পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।