অবশেষে জয় পেলো মামুনুলরা


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

চীনের ইউনান প্রদেশে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হারার পর অবশেষে গ্রুপের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার চীনের স্থানীয় দল হেবেইয়েকে ১-০ গোলে হারিয়েছে মামুনুলরা।
 
ম্যাচের ৩৯তম মিনিটে তকলিস আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই স্কোরেই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ ফটুবল ফেডারেশনে (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক মামুনুল বলেন, শুরুর দুইটা ম্যাচের চেয়ে আমরা ম্যাচ অনেক ভালো খেলেছি। তাই ফল আমাদের পক্ষে এসেছে। তার কারণ হলো, আমরা আগের মতো ৪-৩-৩ ফরমেশনে এবং আগের মতো যার যার পজিশনে খেলেছি। ম্যাচটি আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। ৮২ ও ৯০ মিনিটে গোলের দুটি সুযোগ মিস করায় সেটা হয়নি।

টুর্নামেন্টে বাংলাদেশ প্র্রথম ম্যাচে মিয়ানমারের দল হান্থারওয়াদি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।গ্রুপের দ্বিতীয় ম্যাচে চীনের দল লিজিয়ানের কাছে ২-১ গোলে হেরে যায় মামুনুলরা।

মামুনুলদের জয়ের দিনে চাকরি হারিয়েছেন কোচ ফাবিও লোপেজ। মঙ্গলবারই  ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে লোপেজকে সরিয়ে দিয়ে মারুফুল হককে দায়িত্ব দেওয়া হয়।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।