রাজৈরে ১৬৫টি কচ্ছপ উদ্ধার, ৩ জনকে কারাদণ্ড


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ও কদমবাড়ি থেকে মঙ্গলবার বিকেলে ১৬৫টি বিলুপ্তপ্রায় প্রাণী কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর। এ ঘটনায় জড়িত তিনজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে র‌্যাবের সহায়তায় রাজৈর উপজেলার আমগ্রাম ও কদমবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় আমগ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে অসীম রায়কে ১২৪টি, কদমবাড়ি থেকে নিরাশা বাড়ৈয়ের ছেলে রঞ্জন বাড়ৈ ও একই গ্রামের বিজয় বৈরাগীর ছেলে বিমল বৈরাগীকে ৪১টি কচ্ছপসহ আটক করা হয়।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রত্যেককে দুইমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে কচ্ছপগুলোকে বনবিভাগের কর্মকর্তা ইনস্পেক্টর রাজুর কাছে হস্তান্তর করা হয়।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।