অনির্দিষ্টকালের কর্মবিরতিতে জাবির কর্মকর্তা-কর্মচারীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলকে ‘নিয়ম বহির্ভূতভাবে’ আটকের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ দাবিতে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আটক বাবুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট শাখা) পদে কর্মরত। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে নিয়মবহির্ভূতভাবে বাবুলকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করা হয়েছে। কেননা ক্যাম্পাস থেকে কাউকে আটক করতে গেলে তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানান তারা। এক্ষেত্রে বাবুলকে আটকের আগে পুলিশ কোন ধরনের অনুমতি নেয়নি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
আশুলিয়া থানার এসআই ইলিয়াস হোসেন জানান, বাবুলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নয় বরং প্রান্তিক গেটের নিকটবর্তী যাত্রী ছাউনী থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল। ২০১৩ সালে একটি সিএনজি অটোরিকশা পোড়ানোর মামলায় বাবুলকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অফিসার সমিতির সভাপতি আবদুস সালাম শরীফ বলেন, পুলিশ নিয়মবহির্ভূতভাবে ক্যাম্পাস থেকে আবদুর রহমান বাবুলকে আটক করেছে। তার মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, যেহেতু তাকে (বাবুল) আদালতে পাঠানো হয়েছে তাই এটা তো আইনগত বিষয়। এখানে তো প্রশাসনের তেমন কিছু করার নেই, তবে চেষ্টা চলছে।
হাফিজুর রহমান/এসএইচএস/পিআর