বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০১৫

রাজধানীতে বাড়ির ছাদে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে বাড়ি নির্মাণে প্রকল্প পাসের সময় এমন শর্ত রাখতে বলেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক চলাচালে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেনকে এই নির্দেশ দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকের একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী বলেছেন- প্রতিটি বাড়ির ছাদে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। এটি রাজধানীতে নেই। প্রয়োজনে রাজউক নতুন করে নির্দেশনা জারি করতে পারে।

শেখ হাসিনা বলেন, প্রাকৃতিকভাবে এটি করা হলে সুপেয় পানির চাহিদা পূরণ হবে।

রাজউক নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয়ার আগে প্রাকৃতিক পানি ধরে রাখার ব্যবস্থা রাখার শর্ত জুড়ে দিতে পারে বলেও প্রধানমন্ত্রী নির্দেশনায় বলেন। প্রয়োজনে ইমারত নির্মাণ বিধিমালার সংশোধন আনতে বলেন হাসিনা।

এদিকে, কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না করে আলাদা বিশ্ববিদ্যালয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান রক্ষা হচ্ছে না।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।