নাজমার ওপর এসিড নিক্ষেপকারীদেরকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশ


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৪ নভেম্বর ২০১৫

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় নাজমা বেগমের ওপর এসিড নিক্ষেপকারীদেরকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নাজমা বেগম সুস্থ না হওয়া পর্যন্ত তার যাবতীয় চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের এই আদেশ পালন করে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে কচুয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। রিটকারীর আইনজীবী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে কয়েকজন সন্ত্রাসী নাজমা বেগমকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু নাজমা বেগম পুরোপরি সুস্থ না হওয়ার পরেও নাজমা বেগমকে ছাড়পত্র দেয়। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ আদালতে রিট অবেদন করে মানবাধিকার সংগঠন  হিউম্যান রাইসট অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের শুনানি শেষে আজ আদালত এই আদেশ দেন।

এফএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।