এবারের উৎসব থাকবে সিসি ক্যামেরার আওতায়


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৪ নভেম্বর ২০১৫

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৭ নভেম্বর থেকে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ-২০১৪’। পাঁচদিন ব্যাপি এ উৎসবে বাংলাদেশসহ উপমহাদেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

জানা গেছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবারের উৎসব থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। এ বিষয়ে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘উৎসবে নিরাপত্তা নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। পুলিশ আমাদের সবদিক থেকে সহযোগিতা করবে। নিরাপত্তার কারণেই এবার নতুন কিছু নিয়ম থাকছে। উৎসব প্রাঙ্গণে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। অনুষ্ঠান স্থলে কোনো নিবন্ধন করা যাবে না। রাত একটার মধ্যেই সবাইকে বের হয়ে যেতে হবে। কারণ একটার পরে সব ফটক বন্ধ হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ এবার সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে।’

উল্লেখ্য, এবারের উৎসবটি শিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।