মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৪ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি ৬-০ গোলে হারিয়েছে নড়াই জেলাকে। এ ম্যাচটি অন্যরকম ছিল জাতীয় দলের অধিনায়ক রিতু খানমের। রিতু বিকেএসপির অধিনায়ক। মাঠে খেলতে হয়েছে নিজ জেলা নড়াইলের বিপক্ষে।

বিকেএসপি নারী হকি দল তৈরি করতে দেশের সেরা খেলোয়াড়দের বাছাই করে ক্যাম্প করছে। জাতীয় দলের সাবেক মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির প্রশিক্ষণে বিকেএসপির মেয়েরা দুর্দান্ত পারফর্ম করেই জিতে নিয়েছে শিরোপা।

রিতুসহ নড়াইলের বেশ কয়েকজন মেয়ে এখন বিকেএসপিতে। কেউ হকি, কেউ আবার ক্রিকেটে। যে কারণে তাদের জেলা দলটি দুর্বল হয়েছে অনেকটা। যার প্রমাণ ফাইনালে বিকেএসপির কাছে ৬-০ গোলের হার।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।